বান্দরবানে গেল ২৪ ঘন্টায় ভূমি কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত হলো ৫ জন, সর্বমোট আক্রান্ত ৭৬

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ গেল ২৪ঘন্টায় বান্দরবানে ৫জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সনাক্তদের মধ্যে ৪জনই বান্দরবান সদর উপজেলার বাসিন্দা, এদের মধ্যে বান্দরবান সদর উপজেলা ভূমি কর্মকর্তা রয়েছে। বাকী ১জন রুমা উপজেলার বাসিন্দা। বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্র্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৬জন আর ১৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ৬৭জন জন ছিল তার মধ্যে ৯শত ৮৪ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১০জন ছিল এর মধ্যে ১শত ৩ জনকে ছাড় দেয়া হয়েছে। বান্দরবানের সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা জানান, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ১হাজার ৫শত ৮জনের, তার মধ্যে রির্পোট মিলেছে ৯শত ৬৬ জনের,এদের মধ্যে ৭৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, জেলায় করোনার উপর্সগ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে। এদিকে করোনা সংক্রমক প্রতিরোধে বান্দরবান সদর উপজেলা, পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে বুধবার দুপুর ১২টা থেকে এইসব এলাকায় লকডাউন জারি করছে প্রশাসন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930