মুক্তিযোদ্ধা রফিকুল আলম ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর–শোক সভায় কমান্ডার মোজাফফর

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর ছিলেন মুক্তিযোদ্ধা রফিকুল আলম। মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো আন্দোলন-সংগ্রামে সবসময় তাঁর সরব উপস্থিত ছিলো। হঠাৎ তাকে হারিয়ে আজ তাঁর শূন্যতা অনুভব করছি। ৩ জুলাই ২০২০ ইং শুক্রবার বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত সংসদের কোতোয়ালি থানার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমের শোক সভাসহ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি স্মরণ সভার আয়োজন করেন। তিনি বলেন, রফিকুল আলম আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করে গেছেন। তিনি একজন নির্লোভ রাজনৈতিক ও সমাজ কর্মী ছিলেন। নীতি আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। চট্টগ্রাম নগরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম রফিকুল আলম। সংগ্রাম, ত্যাগ, লড়াইয়ের মাধ্যমেই তিনি মানুষের মন জয় করেছিলেন। দেশের জন্য মুক্তিযুদ্ধে লড়াই করেছেন মাঠে ময়দানে। তার সংগ্রামী আদর্শ, আমাদের প্রেরণার উৎস। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক চৌধুরী ছৈয়দ, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের অন্যতম স্বাক্ষী কাজী নুরুল আবছার, কোতোয়ালি থানা কমান্ডার সৌরিন্দ্র নাথ সেন, চান্দগাঁও থানা কমান্ডার কুতুবউদ্দিন চৌধুরী, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা পরিবারবর্গেও চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও মুক্তিযোদ্ধার সন্তান ড.মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মরহুমের মেয়ে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কোতোয়ালি থানা কমিটির সদস্য সচিব শাহনাজ রিমা, সংগঠনের সদস্য রিপন চৌধুরী, জুনায়েদ আহমেদ, আবু মোঃ সাজেদ চৌধুরী সাজু, নাছির উদ্দীন, জয়নুদ্দিন জয়, মোঃ ফরিদ উদ্দিন, শফিকুল মুনির, আরাফাতুল মান্নান ঝিনুক, মনির আহমেদ বিজয়, শাহ আলম মুন্না, ইব্রাহিম বাদশা, নূর নবী প্রমুখ। শোক সভার আগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা ফজল আহমদ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031