পুটিবিলা উচ্চ বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা অনুুষ্ঠিত

শিক্ষা ক্ষেত্রে গৌরবময় সুনাম অর্জন করা শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পুটিবিলা উচ্চ বিদ্যালয় কর্তৃক গত ২৭ মার্চ মহান স্বাধীনতা দিবস, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট নারী নেত্রী, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র সহধর্মিণী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিজনুর রহমান, প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান পিপিএম (বার)।
সংবর্ধিত অতিথিরা হলেন, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের (বাঁশখালী-সাতকানিয়া- লোহাগাড়া) আসন থেকে নবনির্বাচিত সদস্যা সাহিদা আক্তার জাহান। জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আনোয়ার কামাল (লোহাগাড়া)ও মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান, পুটিবিলার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুচ, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নাছির উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আবু বক্কর, সাংবাদিক পুস্পেন চৌধুরী, নারী নেত্রী কহিনুর আক্তার এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, উক্ত বিদ্যালয়ের ছাত্র -ছাত্রী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার মোহাম্মদ মুজাহিদ এবং গোপাল কান্তি বড়ুয়া। বক্তারা বলেন, পুটিবিলা উচ্চ বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে ব্যাপক গৌরবময় সুনাম অর্জন করেছে। আশাবাদ ব্যাখ্যা করে বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীতে আরো গৌরব নিয়ে আসবে এবং শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় বলিয়ান হবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30