বাঘাইছড়ি কাচালং সরকারি ডিগ্রী কলেজে শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা পার্বত্য জেলায় শিক্ষার অগ্রযাত্রায় আর পিছিয়ে নেয় —-দীপংকর তালুকদার এমপি

॥ দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি ॥ সারাদেশের ন্যায় পার্বত্য জেলায় শিক্ষার অগ্রযাত্রায় আর পিছিয়ে নেয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক বলেই এখানে রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আর এতে পার্বত্য এলাকায় শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ কাচালং সরকারি ডিগ্রী কলেজে শিক্ষকদের অবসরে যাওয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাচালং সরকারি ডিগ্রী কলেজের অডিটরিয়ামে কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা ও হাজী মোঃ কামাল উদ্দিন, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, শিজখ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাস দত্ত চাকমা, কাচালং সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান ও পৌরসভার মেয়র মোঃ জমির হোসেন।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী ফওজিয়া নুসরাত, প্রাক্তন অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, কলেজ পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন, আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এমপি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে অনেকগুলো স্কুল-কলেজ সরকারিকরণ করা হয়েছে। আবারো আমরা সরকার গঠন করেছি। এ মেয়াদে আরও অনেকগুলো স্কুল-কলেজ সরকারিকরণ করা হবে। শিক্ষার উন্নয়নে আওয়ামীলীগ সরকার বদ্ধপরিকর বলেও জানান এমপি দীপংকর।
সভাশেষে অবসরে যাওয়া ১৬ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন আগত অতিথিরা।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031