বান্দরবান সদর উপজেলার ওয়াব্রাইং পাড়া বৌদ্ধ বিহারের সীমাঘর ও লোকসুখ জাদীর থিড(মুকুট) স্থাপন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান সদর উপজেলার ওয়াব্রাইং পাড়া বৌদ্ধ বিহারের সীমাঘর
ও লোকসুখ জাদীর থিড(মুকুট) স্থাপন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর
॥রাহুল বড়–য়া ছোটন,বান্দরবান॥ বান্দরবানের সদর উপজেলার ওয়াব্রাইং পাড়া বৌদ্ধ বিহারের সীমাঘর ও লোকসুখ জাদীর থিড(মুকুট) স্থাপন অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওয়াব্রাইং পাড়া বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, মহা সংঘদান,অষ্টপরিষ্কারদান, পঞ্চশীল প্রার্থনা ও অষ্টশীল প্রার্থনার মধ্যে দিয়ে বিহারের সীমাঘর ও লোকসুখ জাদীর থিড(মুকুট) স্থাপন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবান চাকমা, পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মংওয়ে প্রু, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহধর্মিনী মেহ্লা প্রু, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সহধর্মিনী কিকিএ মারমা,  পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য লক্ষীপদ দাশ, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,সদস্য তিং তিং ম্যা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মারমা, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅং প্রু মারমা, ডনবস্কো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা দাশ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডাক বাংলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত উ ঞানা ওয়াই সা মহাথের, বাঘমারা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উসমা মহাথের, মইজিরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ নাইন্দা ওয়াইসা মহাথের, নাইক্যং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ খেমাচারা মহাথের, ভাঙ্গামুড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঞানা মহাথের, তুংখ্যং পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উসারা মহাথের, উদালবনিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ পাইন্দা ওয়াইসা মহাথের ও ওয়াব্রাইং পাড়া বৌদ্ধ বিহারের উ ইন্দাচারা মহাথের সহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিকালে হাজার মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031