কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত-১৩

॥ কাপ্তাই প্রতিনিধি ॥ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকাধীন ব্যঙছড়ি মুসলিম পাড়া নামক স্থানের স্টীল ব্রীজের সামনে চট্টমেট্রো ব-১১-১২৮২ নম্বরের পিকনিকের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে উল্টে যায়। এসময় ১৩ জন বাস যাত্রী আহত হয়। তারা সকলেই চট্টগ্রাম মহানগর হতে কাপ্তাইয়ে পিকনিক করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার কারণে সড়কের উভয় পাশে যানজট লেগে যায়।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এই দূর্ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই থানার ওসি আবুল কালাম। তিনি আরোও জানান, আহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনায় কবলিত বাসে ৪০ থেকে ৪৩ জনের মতো যাত্রী থাকতে পারে। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়েছে।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান, সড়ক দূর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ, ৪১ বিজিবি, ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনী সদস্যরা দুপুর ২টায় সড়ক হতে গাড়িটি সরিয়ে সড়কের পাশে রেখে যান চলাচল স্বাভাবিক করেন।
এদিকে দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা এবং কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930