বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ’র এক সদস্য নিহত, অস্ত্রসহ আটক-১

॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টে (কেএনএফ) এক সদস্য নিহত হয়েছে। এসময় অস্ত্রসহ কেএনএফের অপর এক সদস্যকে আটক করা হয়েছে। তবে এখনো নিহত কেএনএফ সদস্যের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ মে) সকালে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। স্থানীয়রা জানান, সকালে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর সদস্যরা কেএনএফের অবস্থান টের পেয়ে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে কেএনএফের এক সদস্য নিহত হয়। সেখান থেকে একজনকে আটক ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী বলেন, একজন কেএনএফ সদস্যের নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এসময় অপহরণ করা হয় সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজারকে। এ ঘটনার পর পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে এ পর্যন্ত ৮ কেএনএফ সদস্য নিহত এবং ৮৪ জনকে আটক করা হয়েছে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30