রামুর সমাজসেবক ও শিক্ষাণুরাগী বাবুল চৌধুরীর জানাযায় শোকাহত মানুষের ঢল

রামুঃ-কক্সবাজারের রামু উপজেলার মন্ডলপাড়া প্রখ্যাত জমিদার মরহুম আলহাজ্ব মনির আহমদ চৌধুরীর ছেলে, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের জেঠাত ভাই, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাণুরাগী ওয়াহিদুল আলম চৌধুরী প্রকাশ বাবুল চৌধুরীর জানাযায় অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর নামাজের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি, মরহুমের ভাই ফরিদ আহমদ চৌধুরী, বেদারুল আলম চৌধুরী, আইনজীবি আইছুর রহমান। জানা যায় উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, কক্সবাজার চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবগ। জানাযায় ইমামতি করেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক। পরে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার ৪ মে বিকাল ৪ টায় শিক্ষাণুরাগী ওয়াহিদুল আলম চৌধুরী প্রকাশ বাবুল চৌধুরী তার মন্ডল পাড়াস্থ নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ
প্রখ্যাত জমিদার মরহুম আলহাজ্ব মনির আহমদ চৌধুরীর ছেলে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাণুরাগী ওয়াহিদুল আলম চৌধুরী প্রকাশ বাবুল চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামুর প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ বিএ, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ নেতা নবীউল হক আরকান, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস সচিব খালেদ হোসেন টাপু প্রমুখ।
বিবৃতিদাতারা বলেন, তিনি এলাকায় শিক্ষা  ও সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অবদানের জন্য তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। তারা শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930