রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যানের সাথে প্রেস ক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ দূর্নীতিমুক্ত ও জবাব দিহীতামূলক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গড়ে তোলা হবে—কৃষিবিদ কাজল তালুকদার রাঙ্গামাটি জেলা পরিষদ যদি সঠিক পরিকল্পনার সাথে কাজ করে তা হলে এলাকার মানুষ অনেকাংশে উপকৃত হবে —–এ কে এম মকছুদ আহমেদ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ দূর্নীতিমুক্ত ও জবাব দিহীতামূলক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্ন্তবর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদ্য যোগদানকৃত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি বলেন, সমাজে উন্নয়ন ও দুর্নীতিবিরোধী অবস্থানসহ দায়িত্বকালে পরিষদকে পরিচালনা করা হবে। সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও কার্যকর পরিষদ পরিচালনা করতে চাই।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সদস্যরা ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করতে গেলে সদ্য যোগদানকৃত চেয়ারম্যান প্রেস ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে এইসব কথা বলেন।
এসময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল-হক, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনসুর আহমেদ, প্রেস ক্লাবের সদস্য যথাক্রমে সুপ্রিয় চাকমা, মিল্টন বাহাদুর, রাজন, দীপ্ত হান্নান, মঈন উদ্দিন বাপ্পি, শাহ আলম, সাংবাদিক মনু মারমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আরো বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আমি চেষ্টা করবো শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও পর্যটনের উপর বেশি প্রধান্য দিতে। এই খাতগুলোতে উন্নয়ন ছাড়া আমরা সঠিক সমাজব্যবস্থা গড়ে তুলতে পারবো না। এই এলাকার মানুষ যতক্ষণ পর্যন্ত সঠিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং পর্যটনের সুবিধা না পায়, ততক্ষণ রাঙ্গামাটির অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। তাই আমি চাই এইসব ব্যাপারে সাংবাদিকরা জোড়ালো ভূমিকা রাখতে এবং আমাকে পরামর্শ প্রদান করবে। আমি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও কার্যকর পরিষদ পরিচালনা করতে চাই। যাতে করে এলাকার সবাই উপকৃত হয় এবং এলাকার উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটে।এক্ষেত্রে বিভিন্ন পত্রিকার প্রিন্ট/ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীকে জনকল্যাণের স্বার্থে বিশেষ ভূমিকা রাখার আহবান জানান তিনি।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ নবাগত চেয়ারম্যানকে বলেন, পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে সাংবাদিকরালেখনির মাধ্যমে জোড়ালো ভূমিকা পালন করে যাচ্ছে। আর এই ক্ষেত্রে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সাংবাদিকদের লেখনির মূল¯্রােধারায় গিয়ে কাজ করতে হবে। তবেই এলাকার মানুষ সুফল ভোগ করবে। আমরা চাই রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গঠনমূলক ও জবাবদিহীতার সাথে যাতে সকল কাজ সম্পাদন করুক। সঠিক পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন হলে এলাকার মানুষ অনেকাংশে উপকৃত হবে। তাই আমরা চাই রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ দূর্নীতিমুক্ত থেকে সবার অংশগ্রহণে সঠিক কাজ প্রনয়ণ যাতে করা হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930