বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যোগদান ও দায়িত্বগ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (১১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে এই যোগদান ও দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় যোগদান পত্রে স্বাক্ষর করে চেয়ারম্যান ও সদস্যরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন এবং পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ এর কাছে যোগদানের কপি জমা দেন।
পরে পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত ২৮টি বিভাগের প্রধান ও উপস্থিত জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত যোগদানকৃত সদস্যসহ সুধীজনদের উদ্যোশে স্বাগত বক্তব্য প্রদান করেন নবাগত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় নবাগত সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, উম চিং মারমা, খামলাই ¤্রাে, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাক তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত: গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আওয়ামীলীগ সরকার মনোনীত বান্দরবান পার্বত্য পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং ১৪জন সদস্যরা আত্মগোপনে চলে যায়, আর এমন অবস্থায় অন্তর্র্বতীকালীন সরকার গত ৭নভেম্বর এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান ও ১৪ সদস্য বিশিষ্ট নতুন অন্তর্র্বতীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031