সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমনে উন্মুক্ত করে দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য অঞ্চলের মেঘের রাজ্য ও নান্দনিক পর্যটন কেন্দ্র সাজেকে আজ পোড়া ছাই ছাড়া আর কিছুই নেই। গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্রমনে নিরুৎসাহিত করা হলেও ১৬ ঘন্টা পর রাঙ্গামাটি জেলা প্রশাসনের জরুরী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) অপরাহ্ণ থেকে সাজেক পর্যটন কেন্দ্র এলাকা পর্যটকদের সাজেক ভ্রমন উন্মুক্ত করা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পাঠান মোঃ সাইদুজ্জামান এক বিবৃত্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে রাঙ্গামাটির সাজেকে অগ্নিকান্ডের ঘটনার পর পরই তদন্তে জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। গতকাল রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিবৃতিতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালককে আহবায়ক ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে অন্যান্যের মধ্যে রয়েছে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার, রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ও দীঘিনালা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী।
এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে সংগঠিত অগ্নিকান্ডের উৎসব ও কারণ উদঘাটন, এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ কল্পে সুপারিশ প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এই কমিটি কাজের স্বার্থে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।
উল্লেখ্য সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। ১০ ঘন্টার বেশী সময় ধরে শতাধিক রিসোর্ট-কটেজে আগুনে পুড়ে গেছে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930