লামায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ¤্রাে সম্প্রদায়ের সংবাদ সম্মেলন

॥ এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা ॥  পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন লামা উপজেলা ¤্রাে কল্যান সংসদের নেতৃবৃন্দরা। লামা ¤্রাে সম্প্রদায়ের পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা প্রতিবছর ৪শত কোটি টাকা চাঁদা আদায় করে। আদায়কৃত চাঁদার টাকা দিয়ে তারা জুম্মু ল্যান্ড প্রতিষ্ঠার জন্য অবৈধ অস্ত্র ক্রয় করে। সশ¯্র সন্ত্রাসি গ্রুপের যোগসাজসে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার মানষেই নাগরিক প্রতিনিধি দলের ব্যনারে পঙ্কজ ভট্রাচার্য গং লামায় আসে। পার্বত্য চট্টগ্রামকে বেসামরিকরণের দাবি জানিয়ে নাগরিক প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্র দ্রোহীতার অপরাধ করেছে।
পুনরায় পার্বত্য চট্টগ্রামে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করা হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ¤্রাে সম্প্রদায়ের নেতৃবৃন্দ বুধবার (১০ মে) ১২টায় লামা পৌর শহরে কুটুমবাড়ী রেষ্টুরেন্ট এর কনভ্যোনশন হলে সংবাদ সম্মেলনে এ সকল বক্তব্য উপস্থাপন করেন। নাগরিক প্রতিনিধি দলের ঢাকায় সংবাদ সম্মেলনে আনিত অভিযোগের প্রতিবাদে ¤্রাে নেতৃবৃন্দ পাল্টা এ অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ¤্রাে কল্যান সংসদের সভাপতি মেনরুম ¤্রাে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ¤্রাে কারবারী মেনরুম ¤্রাে, গিলা চন্দ্র ত্রিপুরা, ইয়াংলক ¤্রাে, মংবুশে র্মামা, রনি চন্দ্র ত্রিপুরা, বীর চন্দ্র  ত্রিপুরা। এ সময় শতাধিক ¤্রাে, ত্রিপুরা ও র্মামা জনগোষ্ঠির লোকজন উপস্থিত ছিলেন।
¤্রাে নেতৃবৃন্দ আরো বলেন, পাহাড়ে ঘোষনা দিয়ে জে.এস.এস, পি.সি.পি ও ইউপিডিএফ অপহরণ, খুন, চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে একবারও কি পার্বত্য চট্টগ্রামে আপনারা সফর করে সচিত্র প্রতিবেদন আকারে সমাধানের জন্য সরকারের নিকট কোনো সুপারিশ করেছেন? নাকিএখনও ঘুমের ঘরেই আছেন?
নাগরিক প্রতিনিধি দলের সদস্যদের উদ্দেশ্যে ¤্রাে নেতৃবৃন্দরা বলেন, উপজাতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মুরুং সম্প্রদায়তাদের দীর্ঘদিনের দাবী দাওয়া নিয়ে পূর্বঘোষিত কর্মসূচী অবরোধ পালন করেছে। এতে নিরাপত্তাবাহিনীর কোনো সম্পৃক্ততা ছিলনা। তবে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে জড়িয়ে লাগামহীন মিথ্যাচারমূলক বক্তব্য দিয়ে পাহাড়ের পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। পাহাড়ের কোনো বিষয়ে কথা বলার আগে ত্রিশ হাজার বাঙ্গালী ও উপজাতির খুনের নায়ক শন্তু লারমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য  সরকারকে বলুন। এতেই বুঝবো আপনারা সত্যিকারের মানবাধিকার কর্মী।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30