আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সীমান্ত সুরক্ষার কাজ অনেকটা এগিয়েছে—ব্রি: জেনারেল মোহাম্মদ আল মাসুম

॥ খাগড়াছড়ি সংবাদদাতা ॥ বিজিবি’র দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রি: জেনারেল মোহাম্মদ আল মাসুম বলেছেন, বিজিবি ২শতাধিক বছরের প্রাচীন একটি বাহিনী। পর্যায়ক্রমে এ বাহিনীর আধুনিকায় কাজ চলছে। ইতিমধ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সীমান্ত সড়ক ব্যবস্থা চালু ও পারস্পারিক তথ্য আদান প্রদানের মাধ্যমে সীমান্ত সুরক্ষার কাজ অনেকটা এগিয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) সকালে খাগড়াছড়ির গুইমারা সেক্টরের হলরুমে সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক ইলেকট্রনিক গেজেটের ব্যবহার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সময় কর্মশালায় সীমান্ত সুরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগপোযুগী করতে বিজিবি’র ভিশন ২০৪১ এর আওতায় সীমান্তে কাঁটা তাঁরের বেঁড়া, সড়ক ব্যবস্থা নির্মাণ, স্যাটেলাইট ব্যবহার, বিভিন্ন ডিটেক্টর, সিসি ক্যামেরা স্থাপন, বর্ডার সিকিউরিটি রোবট সহ উন্নত প্রযুক্তির গেজেট ব্যবহারের সুবিধার উপর আলোচনা করা হয়।
কর্শশালায় বিভিন্ন প্রযুক্তি সর্ম্পকে ধারণা দেন এমআইএসটি’র জ্যেষ্ঠ প্রশিক্ষক কর্ণেল মোল্লা মো: জুবায়ের, চুয়েটের ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, সহকারী অধ্যাপক ড. মো: আজাদ হোসেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মো: মতিউর রহমান, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান, ডিজিএফআই খাগড়াছড়ি’র অধিনায়ক কর্ণেল মো: মাহবুবুর রহমান সিদ্দিকী, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম ফজলে রাব্বী, বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল ওহাব, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়নের আওতাধীন বিভিন্ন ব্যাটলিয়ন অধিনায়ক, সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930