জেলা কমিউনিটি পুলিশের মহা সমাবেশে আইজিপি শহীদুল হক জনগনের সহযোগিতা ছাড়া পুলিশের কাজ করা সম্ভব নয়

জেলা কমিউনিটি পুলিশের মহা সমাবেশে আইজিপি শহীদুল হক
জনগনের সহযোগিতা ছাড়া পুলিশের কাজ করা সম্ভব নয়
॥ মিরসরাই প্রতিনিধি ॥ মানুষ আগে বিভিন্ন সমস্যার জন্য পুলিশের কাছে সরাসরি না এসে এক শ্রেণীর দালালের সাহায্য নিতো। কমিউনিটি পুলিশের বদৌলতে এখন মানুষের ধারনার পরিবর্তন হয়েছে, সাধারন মানুষের সাথে পুলিশের দুরত্ব কমে গিয়ে এখন বন্ধুত্বের সর্ম্পক গড়ে উঠেছে। কমিউনিটি পুলিশের সদস্যরা ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক ও সর্বনাশা জঙ্গীবাদের দীর্ঘ স্থায়ী ক্ষতিকর প্রভাব সর্ম্পকে সাধারণ জনগনকে সচেতন করবে। পুলিশের উদ্দেশ্য হলো, সব শ্রেণী পেশার মানুষের সাথে পুলিশের সৌহার্দপূর্ন সর্ম্পক গড়ে তুলে আন্তরিকভাবে সেবা পৌছে দেয়া।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাই স্কুল মাঠে বাংলাদেশ পুলিশের আইজিপি শহীদুল ইসলাম জেলা কমিউনিটি পুলিশের মহাসমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাননীয় গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এছাড়া সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম জেলা প্রশাসক সামছুল আরেফিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম চৌধুরী,  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দীন আহম্মদ, সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরা ইউপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান প্রমুখ। উক্ত সমাবেশে চট্টগ্রামের ১৪টি উপজেলা থেকে কমিউনিটি পুলিশের সদস্যরা অংশগ্রহন করে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30