ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরন করছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম

মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডের তুলনামুলক কম স্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরনের ধারাবাহিকতায় ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে গতকাল সকালে ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরন করেন ফাউন্ডেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। এ সময় সমবেত স্থানীয় জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের চাহিদা অন্তহীন। কারো একক প্রচেষ্টায় হয়তো এই অন্তহীন চাহিদার শতভাগ পূরন করা সম্ভব নয়। সকলের একটু একটু অবদান একীভুত করা গেলে যেকোন সমস্যা সমাধান সহজতর হয়ে ওঠে। এই ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে যানজট সমস্যা ছিল অত্যন্ত প্রকট। কেউ যদি ফিরিঙ্গীবাজার, চাক্তাই, খাতুনগঞ্জ কিংবা পাথরঘাটায় আসতে চাইতেন দুঘন্টার বেশী সময় হাতে নিয়ে আসতে হত। দেিনর মানুষের শহরে প্রবেশ ছিল দুর্ভোগের পথ পাড়ি দেওয়া। দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থে গৃহিত আমাদের উদ্যোগ আর স্থানীয়দের সহযোগিতায় আজ এ অবস্থা অনেকটাই লাঘব হয়েছে। প্রথমেই কোতোয়ালী মোড় হতে ফিরিঙ্গী বাজার রোডটিকে প্রশ¯- করেছি আমি, যার সুফল ফিরিঙ্গী বাজার, পাথরঘাটা, চাক্তাই, খাতুনগঞ্জের মানুষতো বটেই তাছাড়া নগরী ও দনি চট্টগ্রামের ব”হত্তর জনগোষ্ঠীও আজ তার সুফল ভোগ করতে পারছে। ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য হাসান মুরাদ বিপ্লব সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম আহবায়ক ও বোর্ড সদস্য কে.বি.এম. শাহজাহান, মো. ফারুক, গোলাম মো. কিবরিয়া, এনামুল হক, নাসির আহম্মদ, ইমরান কাদের, জাফর আহম্মদ, নুরুউদ্দিন চৌধুরী বাবুল, খোরশেদ আলম রহমান, তাজউদ্দিন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, জামাল উদ্দিন মাসুম, হুমায়ুন মোর্শেদ শাকিল, মো. হাসান শাহরিয়ার, নিয়াজ মোর্শেদ, মো. পারভেজ, সৈয়দুল ইসলাম, আমিনুল ইসলাম সাহেদ, ফিরোজ মিয়া, অসিউর রহমান, সাফফাত বিন আমীন। প্রেস বিজ্ঞপ্তি

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031