লোহাগাড়ার বাসিন্দা আবদুল মালেক সৌদি আরবে সড়ক দূর্ঘনায় নিহত

গত ২৮ শে মে রবিবার রাত ১১ টায় বাংলাদেশের সময় লোহাগাড়ার প্রবাসী আলহাজ্ব আব্দুল মালেক খায়বার সিলসিলা জুমা মসজিদের সামনে নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক র্দূঘটনায় ঘটনাস্থলে মারা যায়। ঐ এলাকার শায়খ সালেমের ছেলের গাড়ি তাকে মেরে দেয় বলে খবর পাওয়া যায়। ছোট ছেলে জমির উদ্দীন এবং সাহাব উদ্দীন লাশ দেখে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, তিনি সিলসিলা জুমা মসজিদে কাজ করতেন এবং মুয়াজ্জিন না থাকলে আযান দিতেন। খায়বার থানা পুলিশ গাড়িটি আটক করেছে। এখনও লাশ ও গাড়ি থানা হেফাজতে রয়েছে। রামজান মাসে তার বাড়ি চলে আসার কথা ছিল। তিনি আরো দু-টি স্থানে কাজ করতেন। সেখানে দু মাসের বেতন পাননি। বেতন পেলে কয়েক দিনের মধ্যে চলে আসত্।ো
তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া (কুমিরা ঘোনা) লালবিবির পাড়ার বাসিন্দা। তার ৪ ছেলে ৪ মেয়ে রয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র কর্তা।২০১৩ সালে তিনি সৌদি আরব যান। তার বড় ছেলে মিজানুর রহমান সকলের কাছে দোয়া কামনা করছেন। অন্যদিকে ১০দিনেও লাশ দাফন না হওয়ায় পরিবারের মধ্যে শোকের সাথে উদ্বিগ্নও হচ্ছে সবাই। প্রেস বিজ্ঞপ্তি

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031