মানিকছড়িতে মা কর্তৃক শিশুকে গলা
কেটে হত্যা,হত্যাকারী আটক
॥ মোহাম্মদ আবু তৈয়ব: খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার এয়াতলংপাড়া গ্রামের আবদুর রহিম এর স্ত্রী রওশন আরা বেগম নামে গর্ভধারণী মা তার শিশু সন্তান মাঈন উদ্দীনকে (১০) জবাই করে হত্যা করেছে। এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পুলিশ ঘাতক রওশনয়ারাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার এয়াতলংপাড়ার আবদুর রহিম এর নির্জন বাড়ীতে শনিবার সকাল ১০টার দিকে গৃহকর্তী রওশনয়ারা বেগম (৩০) ঘরের সামনে উঠানে একমাত্র পুত্র মো. মাঈন উদ্দীনকে(১০) ধারালো ‘দা’ দিয়ে জবাই করে হত্যা নিশ্চিত করে। এ নিহতের গলা শরীর থেকে শরীর সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ছেলেকে হত্যার পর ঘাতক ‘মা’ পাশের বাড়ীতে ছেলেকে জবাই করে হত্যার কথা জানায়। ইতোমধ্যে স্বামী বাজার থেকে বাড়ীতে গিয়ে ঘরের সামনে ছেলের লাশ দেখতে পেয়ে চিৎকার প্রতিবেশিদের শরণাপন্ন হলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে মানিকছড়ি থানার এস.আই মো. হেলাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ঘাতক মহিলা রওশনয়ারা বেগম হত্যার কথা স্বীকার করে পুলিশকে জানায়, তার প্রথম স্বামী মহরম আলী তাকে তালাক দিলে ১ বছর বয়সী মাঈন উদ্দীনকে (নিহত) নিয়ে বর্তমান স্বামী আবদুর রহিমের নিকট বিয়ে হয়। ঘাতক মা’র ধারণা হয় তার মৃত্যুর পর বর্তমান স্বামী ছেলেটিকে ভালোভাবে দেখাশুনা করবে না। এ আশংকা থেকেই শনিবার সকালে স্বামীর অবর্তমানে ছেলেকে জবাই করে হত্যা নিশ্চিত করেন তিনি।
এস.আই মো. হেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খাগড়াছড়ি মানিকছড়ি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং ঘাতক মহিলাকে আটক থানায় নিয়ে আসে। মহিলা কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। তার স্বীকারোক্তি এবং প্রাথমিক তদন্তের আলোকে হত্যা মামলা করা হয়েছে। আজ সোমবার খাগড়াছড়ি পুলিশ আদালতে রিমান্ড চাইবে বলে জানা গেছে।