অনলাইন গণমাধ্যমের প্রয়োজনীয়তা, সংবাদ প্রচারে সীমাবদ্ধতা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত শুক্রবার আগ্রাবাদস্থ দি ভিলেজ রেস্তোরাঁ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)-চট্টগ্রাম এর সভাপতি হাদিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক কর্ণফুলী নিউজ-এর মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ডা. আসিফ, ইঞ্জিনিয়ার মনিরুল আলম, একাত্তর টিভি’র ব্যুরো চীফ মাঈনুদ্দীন দুলাল, সংগঠনের সাধারণ সম্পাদক এম কে মোমিন, সংগঠনের অর্থ সম্পাদক মীর মেজবাহ আহমেদ, দৈনিক আজাদীর প্রদীপ দেওয়ানজী, নিউজ সিটিজি’র ওসমান জাহাঙ্গীর, ওয়ার্ল্ড টাইমস ২৪-এর সামসাদ সাত্তার, সংগঠনের যুগ্ম সম্পাদক আর্থ নিউজ ২৪-এর ফরহাদ আমিন, সংগঠনের তথ্য প্রযুক্তি সম্পাদক হৃদয় চট্টগ্রামের মো. সাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সমন্বয় নিউজের সামছুল করিম লাভলু, সংগঠনের নির্বাহী সদস্য চট্টগ্রামের সময় নিউজ-এর এম ডি এইচ রাজু প্রমুখ। বক্তারা বলেন, গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের বিকল্প নেই। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চর্চা হতে পারে না। অনলাইন গণমাধ্যম সেকাজটি দ্রুত করে যাচ্ছে। পরদিন নিউজ পেপারে সংবাদ আসার আগেই অনলাইন গণমাধ্যম সংবাদটি মানুষের দোরগোড়ায় পৌঁছায়। এ মাধ্যমকে আরো সহজ সরকারি নিয়ন্ত্রণমুক্ত রেখে অবাধ চর্চার সুযোগ দেওয়া উচিত।