॥ মুহাম্মদ জুবাইর, টেকনাফ ॥ টেকনাফে এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ৯ জুলাই রবিবার বিকাল ২টায় জুলাই রোহিঙ্গা শরনার্থী শিবিরে সি ব্লকের এম আরসি ৪৫৯৫০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে জসিম আহমদের পুত্র দোস মোহাম্মদ কে আটক করে টেকনাফ মডেল থানার পুলিশ।টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাঈন উদ্দীন খান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান ধৃত ডাকাত দোস মোহাম্মদের বিরুদ্বে একাধিক মামলা রয়েছে।
Post Views: ৭৮