বিমানে চড়ে ঘুরে আসুন মাত্র ১১৪১ টাকায়

নয়াদিল্লি : উৎসবের জন্য নতুন অফার শুরু করল ইন্ডিগো৷ পর্যটকদের উৎসবে আনন্দ দিতে সংস্থা বিমানভাড়া রেখেছে ১ হাজার ১৪১ টাকা৷ জম্মু থেকে শ্রীনগর যেতে গেলে গুনতে হবে এই ভাড়া৷ তবে এখানেই শেষ নয়৷ সংস্থা আরও অনেক জায়গার ক্ষেত্রেও অফার দিচ্ছে৷

দিল্লি-চণ্ডীগড়ের বিমানভাড়া ১ হাজার ১৪৫ টাকা, চণ্ডীগড়-দিল্লির ভাড়া ১ হাজার ১৪৭ টাকা, শ্রীনগর-জম্মুর ভাড়া ১ হাজার ১৮১ টাকা৷ এছাড়া ইন্ডিগো আরও কয়েকটি অফার এনেছে৷ দিল্লি-লখনউয়ের বিমানভাড়া ১ হাজার ২৯৭ টাকা, লখনউ-দিল্লির বিমানভাড়াও একই৷ কলকাতা-ভুবনেশ্বরের ভাড়া ১ হাজার ২৯৯ টাকা, আহমেদাবাদ-দিল্লির বিমানভাড়া ১ হাজার ৪৪৭ টাকা, কোলকাতা-রাঁচির ভাড়া ১ হাজার ৭৯৯ টাকা৷ শুধু তাই নয়৷ মুম্বই, গোয়া, কলকাতা, কোচি, রাঁচি, অমৃতসর, গুয়াহাটি ও পোর্ট ব্লেয়ারের ক্ষেত্রেও ন্যূনতম ভাড়া রেখেছে ইন্ডিগো৷ ইন্ডিগোর ওয়েবসাইটে এই দামে টিকিট পাওয়া যাচ্ছে৷ ২৬ অক্টোবর, ২০১৭ থেকে ১৫ এপ্রিল, ২০১৮-র মধ্যে যাত্রা করলে এই অফার পাওয়া যাবে৷ যাত্রা করার ১৫ দিন আগে বুকিং করলে এই অফার প্রযোজ্য হবে৷

এমাসের গোড়ার দিকে মাত্র ২হাজার ৩৯৯ টাকায় বিদেশ ঘোরার অফার চালু করে এয়ার এশিয়া৷ ডোমেস্টিক বিমানের ক্ষেত্রে ভাড়া ১ হাজার ২৯৯ টাকা৷ ২ অক্টোবর থেকে শুরু হয়েছে এই অফার৷ চলবে ১৫ অক্টোবর পর্যন্ত৷ যাত্রার সময়সীমা ২ অক্টোবর থেকে ৩১ মার্চ৷ বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, কলকাতা, কোচি ও নয়াদিল্লি সহ বেশ কয়েকটি জায়গার জন্য প্রযোজ্য এই বিশেষ ডিসকাউন্ট৷

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031