॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ “উৎপাদনমুখী সমবায় করি,উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান সমবায় বিভাগের যৌথ উদ্যোগে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, ঘূণায়মান ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় র্যালীটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরাই একই স্থানে এসে শেষ হয়।
র্যালীত্তোর আলোচনা সভা-ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা সমবায় কর্মকর্তা জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা সমবায় কর্মকর্তা জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা ক্যাব্রুহী মারমা, সবমায় অফিসের উপ-সহকারী নিবন্ধক তপন কুমার চক্রবর্তী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ৪৬তম জাতীয় সমবায় দিবস, “উৎপাদনমুখী সমবায় করি,উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিবাদ্য বিষয়টিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের দেশে আমরা সকলে যদি উৎপাদন কি ভাবে বাড়ানো যায় সেই দিকে লক্ষ্য করি তাহলে দেশে খাদ্যের কোন ঘাটতি থাকবে না, বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের দেশে উন্নতি লাভ করেছে, আগামীতে এর ধারা অব্যাহত থাকলে আমাদের দেশ উন্নত আয়ের দেশ হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে। সমবায় সমিতি আমাদেরকে দলবদ্ধভাবে ভাল ভাল কাজ করার জন্য উদ্বোদ্ধ করে। অনেকে আছে যারা শুধু সমবায় সমিতি টাকা জমা করে থাকে লক্ষ লক্ষ টাকা তারা অলস ব্যাংকে ফেলে রেখেছে, কারো উন্নয়নের জন্য টাকা গুলো ব্যায় করে না তাহলে সে সমবায় সমিতি সমাজের কারো উপকারে আসবে না। সরকার নিবন্ধকৃত সমবায় সমিতি গুলোকে অল্প সুধে ব্যাংক থেকে ঋণ, লোন গ্রহণ করার সু-ব্যবস্থা করেছে।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান ও শ্রেষ্ট সমবায় উদ্যোক্তা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বান্দরবান মাইক্রোবাস জীপ ও পিকআপ মালিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর সহ-সভাপতি ও কনজিউমার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ, উদ্দীপনা শ্রমজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান মাস্টার,্ রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর অর্থ সম্পাদক রূপালী বড়–য়া, বান্দরবান হিল পিপলস্ ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি সমবায় সমিতি লিঃ এর সভাপতি ক্য সা প্রু মার্মা, হর্টিকালচার কৃষি সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ নাসির উদ্দীন, ৪নং সুয়ালক ইউনিয়ন জনকল্যাণ সমিতি লিঃ এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, শিলক খাল পানি ব্যবস্থাপনা সমিতি লিঃ,বালাঘাটা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ,বান্দরবান হোটেল রেস্টুরেন্ট,বেকারী এন্ড সুইট মালিক সমবায় সমিতি লিঃ, মিশন কর্মজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ক্যামলং পাড়া যুব সমবায় সমিতি লিঃ, চিম্বুক ফলচাষী বহুমুখী সমবায় সমিতি লিঃ, পাবলা পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমবায় সমিতি লিঃ।
এছাড়াও বর্ণাঢ্য র্যালীতে উপরে উল্লেখিত সমবায় সমিতি সহ বান্দরবান সদর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ, বীর সাঙ্গু যুব সমবায় সমিতি লিঃ, ক্যামলং পাড়া যুব সমবায় সমিতি লিঃ, উদালবনিয়া চাকুরীজীবি কল্যাণ সমবায় সমিতি লিঃ, পার্বত্য মৌ-চাষী কল্যাণ সমবায় সমিতি(মৌচাক), গ্রেটওয়াল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লিঃ, সান স্টার সমবায় সমিতি লিঃ, রেইছা-গোয়ালিয়াখোলা টম টম মালিক সমবায় সমিতি লিঃ, স্বনির্ভর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ফাতিমা রাণী ক্যাথলিক র্চাচ বান্দরবান। মেঘলা তালুকদার পাড়া মহিলা সমবায় সমিতি লিঃ সহ অন্যান্য সমিতি গুলো ব্যানার ফেস্টুন নিয়ে র্যালীতে অংশ নেন। বান্দরবানের ৭টি উপজেলার ৮টি সমবায় সমিতিকে ৬লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা।