রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে– যুবলীগ নেতৃবৃন্দ

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে। ২৫ মার্চ গণহত্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে অন্তরীন হয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে ৭১ সালের ১৭ এপ্রিল বৈদ্যনাথ তলার অম্র কাননে মুজিবনগর সরকার গঠন করা হয়। সেই দিনের স্বাধীনতাকালীন সরকার সারা বিশ্বের সমর্থন আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু শুধু একটি জাতিকে সংগ্রামে উদ্বুদ্ধ করেননি। বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মুজিবনগর সরকারের শীর্ষ নেতৃবৃন্দ জাতি গঠনে উল্লেখযোগ্য অবদান রাখেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে মুজিবনগর সরকারের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ ২১ বছরের দু:স্বপ্নের বেড়াজাল পেরিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্ব অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আগামী নির্বাচন জাতির জন্য কঠিন এক চ্যালেঞ্জ। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে দেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে? নাকি পাকিন্তানী ভাবধারায় পরিচালিত হবে? দেশ কি উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে নাকি আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে?
তাই আগামী নির্বাচনের পূর্বে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যুব সমাজের ভূমিকা রাখতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর যুবলীগের য্গ্মু-আহ্বায়ক মাহাবুবুল হক সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, মাহাবুব আলম আজাদ, সাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাঈদ জন, নুরুল আনোয়ার। এতে উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন সাইফুল ইসলাম, সালেহ আহমদ দীঘল, আবু বক্কর চৌধুরী, সনৎ বড়–য়া, আবু বক্কর ছিদ্দিক, দেলোয়ার হোসেন দেলু, আলমগীর আলম, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম শামীম, শাকিল হারুন, হোসেন সরোয়ার্দী, ওয়ার্ড যুবলীগ সভাপতি/ সাধারণ সম্পাদকদের মধ্যে মান্না বিশ্বাস, জামাল উদ্দিন রাজু, সাজু বিশ্বাস, মো. শওকত প্রমুখ।
সভার প্রারম্ভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবনগর সরকারের নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031