কড়া নিরাপত্তায় খাগড়াছড়িতে তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও টনক চাকমার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন

॥ লিটন ভট্টচার্য্য রানা, খাগড়াছড়ি ॥ রাঙ্গামাটির নানিয়ারচরে শুক্রবার দূর্বৃত্তের ব্রাশ ফায়ারে নিহত ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার শেষকৃত্য অনুষ্ঠানে খাগড়াছড়িতে সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর থানা থেকে কড়া নিরাপত্তায় বর্মা ও তার সহযোগী টনক চাকমার মরদেহ শেষকৃত্যের জন্য খাগড়াছড়ি সদরের তেতুলতলা এলাকায় নেয়া হয়।
নিহতদের আত্মার শান্তি কামনা করে ইউপিডিএফ গণতান্ত্রিক ও জনসংহতি সমিতি এমএন লারমার পক্ষে থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে নীরবতা পালন করা হয়।
মরদেহগুলো শেষকৃত্য অনুষ্ঠানে নিয়ে আসার পর স্বজন ও সমর্থকদের আহাজারিতে ভারী হয়ে উঠে পরিবেশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, শুক্রবার রাতেই নিহত ৫ জনের ময়নাতদন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়। রাতে ৩ জনের মরদেহে স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও নিরাপত্তার জন্য বর্মা ও তার সহযোগীর লাশ খাগড়াছড়ি সদর থানায় রাখা হয়। আজ শনিবার দুপুরে কড়া নিরাপত্তায় মরদেহগুলো সদরের তেতুল তলায় শ্মশান ঘাটে নেয়া হয়। সেখানে তাদের দাহক্রিয়া সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুর্বৃত্তের গুলিতে নিহত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির শীর্ষ নেতার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে শুক্রবার দুপুরে নানিয়ারচরের বেতছড়ি এলাকায় দূর্বৃত্তের ব্রাশফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫জন নিহত ও ৮জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30