॥ নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ ৩৬ বছর ধরে দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের মানুষের মুখপাত্র হিসাবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। তিনি বলেন, বর্তমান সময়ে এসে অনেক নামি দামী পত্রিকা বন্ধ হয়ে গেছে। সেখানে দৈনিক গিরিদর্পণ দীর্ঘ ৩৬ বছর একটি পত্রিকা টিকিয়ে রাখা খুবই সাহসের ব্যাপার। দৈনিক গিরিদর্পণ সম্পাদক সহ এর পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে তিনি সাধুবাদ জানান।
গতকাল সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শণে আলাপ কালে তিনি এ কথা বলেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর, রাঙ্গামাটি প্রেসক্লাবের সহ-সভাপতি অলি আহম্মেদ, বার্তা সম্পাদক রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সিনিয়র রিপোর্টার রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, সাংবাদিক ফোরাম যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, সদস্য ইয়াসিন রানা সোহেল, সদস্য শিশির দাশ বাবলা, ফ্রিলেন্সার লিটন শীল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য অঞ্চলের প্রাচীন তম এই পত্রিকাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের সকলের লাভ। এই পত্রিকা পার্বত্য অঞ্চলের কালের স্বাক্ষী হয়ে থাকবে। দৈনিক গিরিদর্পণ দৈন্য দশায় থেকেও প্রতিদিন পাঠকের হাতে হাতে যে একটি পত্রিকা তুলে দিতে পারছে তা অত্যন্ত সুখবর। তিনি দৈনিক গিরিদর্পণের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ দৈনিক গিরিদর্পণ কার্যালয়ে এসে পৌছালে সম্পাদক, এ,কে,এম মকছুদ আহমেদ বার্তা সম্পাদক রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সিনিয়র রিপোর্টার রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর ও অন্যান্য সদস্যা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
পরে দৈনিক গিরিদর্পণের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষকে ক্রেষ্ট উপহার দেন সম্পাদক।
সব শেষে রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষকে ক্রেষ্ট উপহার দেন সাংবাদিক ফোরামের সদস্যা।