হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ১৫ আগস্ট সকাল ৯টা ৩০ ঘটিকার সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (নগর ভবন) বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এনামুল হক চৌধুরী।
সকাল ১০ ঘটিকার সময় কদম মোবারক (এনেক্স ভবন) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এনামুল হক চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. এম জে আই জাহেদ, শ্যামল কুমার ভৌমিক, মো. এজাহারুল হক, এস এম আবু তাহের, সাংবাদিক এম কে মোমিন, আবু শুক্কুর, মুরাদ ভান্ডারী, সেলিম সোহেল, শেখ ফরিদ, মোহাম্মদ হানিফ ভান্ডারী প্রমুখ।
সমাবেশে আলোচকগণ বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতা রূপকার। তিনি জাতিকে অর্থনীতিক মুক্তি দিতে চেয়েছিলেন। ঘাতকেরা তাকে তা করতে দেয়নি, বুলেটের আঘাতে জাতির পিতার স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। আলোচকগণ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রানান্ত প্রয়াস চালাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। আলোচকগণ তার স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।