॥ নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অসুস্থ আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদকে দেখতে গেলেন সাবেক পৌর চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ এ কে দেওয়ান ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক।
শনিবার (৮সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটির জেল রোডস্থ নিজ বাসভবনে গিয়ে সাবেক পৌর চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ এ কে দেওয়ান ও আনোয়ার আল হক মকছুদ আহমেদ এর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি চিকিৎসকের দেওয়া নির্দেশনা মোতাবেক চলাফেরা ও ঔষুধপত্র সেবনের পরামর্শ দেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় অসুস্থ আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ তার অসুস্থতার বিষয়ে ডাঃ এ কে দেওয়ানকে বিস্তারিত খুলে বলেন এবং সবার দোয়ায় তিনি যে আবার সুস্থ হয়ে উঠছেন তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার অসুস্থতার কথা শুনে বাসায় দেখতে আসাতে ডাঃ এ কে দেওয়ানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় সিএইচটি টাইম২৪ ডটকম এর সম্পাদক ও দৈনিক রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিক, দৈনিক রাঙ্গামাটির ঢাকা ব্যুারো শামিমুল আহসান উপস্থিত ছিলেন।
উল্লেখ, তিনি গত (২৯ আগষ্ট) বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাস ভবনে দ্বিতীয় বারের মতো হার্ট স্ট্রোক করে মাথা ঘুরে পড়ে গিয়ে মাথা ও নাকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন।
শনিবার ২ সেপ্টেম্বর চিকিৎসা শেষে রাঙ্গামাটি জেল রোডস্থ’ তার নিজ বাড়ীতে ফিরে আসেন।