স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি চট্টগ্রাম চেরাগী পাহাড়স্থ অফিস কার্যালয়ে এক জরুরি সাধারণ সভা বীর মুক্তিযোদ্ধা (কমান্ডার) এম এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এম কে মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা ও বাংলাদেশ মুক্তযোদ্ধা পুনর্বাসন সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এনামুল হক চৌধুরী। এম এনামুল হক চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও দলের দুঃসময়ে রাজপথে ছিলাম,এখনও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আছি এবং চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে জনগণের সেবা করতে চাই।
এতে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম কে মোমিন। তিনি বলেন, জনাব এনামুল হক চৌধুরী তথা সারাদেশের নৌকা প্রতিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের নেতাকর্মীরা ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার এবং দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহবান জানান। সভাশেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এনামুল হক চৌধুরী মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম সরোয়ার, কাজী মুরাদ মাইজভান্ডারী, মো. আবুল কাশেম, মো. হানিফ মাইজভান্ডারী, মো. জাহাঙ্গীর সিদ্দিকী, শাহিনুর বেগম, মনি বেগম, মরিয়ম বেগম, দিদারুল আলম দুলাল, মাহাবুবুর রহমান, মো. মুজিব, মো. রাসেল প্রমুখ।
এম এনামুল হক চৌধুরী সকলের কাছে দোয়া কামনা করেছে।