খাগড়াছড়িতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঠাকুরছড়াকে হারিয়ে সানরাইজ ক্লাব চ্যাম্পিয়ন

॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঠাকুরছড়া জাগরণ ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে, সানরাইজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বুধবার বিকেলে খাগড়াছড়ির ঐতিহাসিক ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি এবং পুরস্কার বিতরণ করেন, খাগড়াছড়ি সদর জোন (বিজয়ী বাইশ) অধিনায়ক লে. কর্ণেল জাহিদুল ইসলাম, পিএসসি।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে ফুটবল একটি জনপ্রিয় খেলা। আর এ খেলার প্রতিটি মূহূর্ত ভরে থাকে আনন্দ উল্লাস ও টান টান উত্তেজনায়া। পার্বত্যাঞ্চলে শান্তি-সম্প্রীতি অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় করতে খেলাধুলা ও ক্রীড়াঙ্গনেও সকল প্রকার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সেনাবাহিনী। তিনি আরো বলেন, যদি জাতি, ধর্ম, বর্ণ সকলে মিলে উদ্যোগী হই তবে এখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়ার বের হয়ে আসবে। জীবনের একঘেয়েমি কাটিয়ে দেহ ও মনকে প্রফুল্ল রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্তপূর্ণ একটি বিষয়।
এসময়, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আজাহার হীরাসহ সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে নবীন স্মৃতি সংসদ, ঠাকুরছড়া জাগরণ ক্লাব, ভাইবোনছড়া যুব সংঘ ক্লাব, ফুরুং নিসাল ক্লাব, নব জাগরন সংঘ, নবজাগরণীয় সংঘ ক্লাব, মারমা যুব কল্যাণ ক্লাব, সানরাইজ ক্লাবসহ ৮টি দল অংশ নিচ্ছে। এছাড়া উদ্বোধনী খেলায় সূর্য শিখা ক্লাব ও ফুরুং নিসাল ক্লাব উভয়ের বিপক্ষে খেলায় অংশগ্রহণ করে।
উল্লেখ, গত শনিবার ১১ জানুয়ারি বিকাল তিনটায় খাগড়াছড়ি স্টেডিয়ামে এই জোন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031