বাংলাদেশের কমিউনিটি রেডিওগুলোতে চলছে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক প্রচারণা

১ মার্চ ২০২০ থেকে বাংলাদেশে সম্প্রচাররত কমিউনিটি রেডিও একযোগে বিরতিহীনভাবে করোনা ভাইরাস সম্পর্কে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করতে সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। জনসচেতনতামূলক এ অনুষ্ঠানের উল্লেখযোগ্য বিষয়বস্তু হলো- করোনা ভাইরাস কি? কেন ছড়ায়, কিভাবে ছড়ায়, রোগীর লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে তথ্য প্রদান করা। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) কেন্দ্রীয়ভাবে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রাপ্ত কভিড-১৯: কৌশলগত প্রস্তুতি ও এ দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে রেডিওর জন্য প্রোগ্রাম আউটলাইন তৈরি করে প্রেরণ করা হয়েছে। সে আউটলাইনের ভিত্তিতে কমিউনিটি রেডিও স্টেশনগুলো করোনা ভাইরাস প্রতিরোধমূলক রেডিও অনুষ্ঠান তৈরি ও সম্প্রচার করছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য সরকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে এসব অনুষ্ঠান সম্প্রচার করা হ”েছ। এর ফলে জনমনে এ বিষয়ে যে আতঙ্ক ছিল তা ধীরে ধীরে দূর হ”েছ এবং জনসাধারণ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। সেই সাথে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলো মাঝে একটি সমন্বয় গড়ে উঠেছে। এই প্রচারণা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত অব্যাহত থাকবে। করোনা ভাইরাস নিয়ে কমিউনিটি রেডিওগুলো সম্মিলিতভাবে প্রতিদিন গড়ে প্রায় ৪ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করছে। সম্প্রচারিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে- পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ), কথিকা, স্পট, জিঙ্গেল, নাটিকা, আলোচনা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সাক্ষাতকার ইত্যাদি। এ সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে সংক্রমণ কিভাবে ছড়ায়, সংক্রমণের সাধারণ লক্ষণসমূহ এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে নানাবিধ তথ্য ও পরামর্শ প্রদান করা হ”েছ। প্রতিটি কমিউনিটি রেডিও স্টেশনে একজন সম্প্রচারকারীকে এ কর্মসূচি সমন্বয়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। কমিউনিটি রেডিও পর্যায়ে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে- রেডিও চিলমারী, কুড়িগ্রাম- লুৎফুননাহার হেপী, সেল: ০১৭২৩৫৭৭৭৪০; রেডিও সারাবেলা, গাইবান্ধা- আঁখি আকতার, সেল: ০১৭৫৭৫৩৪০৯২; রেডিও মুক্তি, বগুড়া- মোহাইমানুল ইসলাম রাফী, সেল: ০১৭৭৩৫২২৩৮০; রেডিও মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ- মিঃ রেজাউল করিম, সেল: ০১৭২৩৯৬৭৯১২; রেডিও পদ্মা, রাজশাহী- আসাদ আকন্দ, সেল: ০১৭১১২৮৩৭৬২; রেডিও বড়াল, বাঘা, রাজশাহী- মোঃ মাসুদ রানা, সেল: ০১২৪৪৪২৪৭০৬; রেডিও ঝিনূক, ঝিনাইদহ- মোঃ ইমন হাসান, সেল: ০১৭৬৩৯১৯০৭৩; রেডিও নলতা, কালীগঞ্জ, সাতক্ষীরা- মামুন হোসেন, সেল: ০১৭৮৯৫১১৫৭১; রেডিও লোকবেতার, বরগুনা- মোঃ সালমান, সেল: ০১৭৭১৪৮০৪৫৭; কৃষি রেডিও, আমতলী, বরগুনা- মোঃ শামীম মৃধা, সেল: ০১৭১৩৬৮৮৮৮৯; রেডিও মেঘনা, চরফ্যাশন ভোলা থেকে কনিকা রানী, সেল: ০১৭০৮১২০৩৯০; রেডিও সাগরদ্বীপ, হাতিয়া, নোয়াখালী- আফসার হোসেন, সেল: ০১৭৪৫৩৮৫৬৮০; রেডিও সাগরগিরি, সীতাকুন্ড, চট্টগ্রাম- মোহাসেনা মিনা, সেল: ০১৮৪৯২৬৬৫৫৮; রেডিও নাফ, টেকনাফ, কক্সবাজার- মোঃ আজিজ, সেল: ০১৮৩৭৫৯৫৪০০; রেডিও পল্লীকন্ঠ, মৌলভীবাজার- মোঃ আল আমীন, সেল: ০১৭১৮১৯৯০৫৬; রেডিও বিক্রমপুর, মুন্সিগঞ্জ- মশিউর রহমান, সেল: ০১৬১৪২০২৯১০। প্রয়োজনীয় তথ্যের জন্য বিএনএনআরসি’র সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ: মার্ক মানস সাহা, সেল: ০১৭১২১৪৪১৮০। সধৎশ@নহহৎপ.হবঃ

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031