॥ নন্দন দেবনাথ, রাঙ্গামাটি থেকে ॥ রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যানবাহন সহ বিভিন্ন এলাকায় জীবনানুনাশক স্প্রে করা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ম্যাজিষ্ট্রেটরা স্প্রে কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ রাঙ্গামাটি সকল অফিস আদালতের সামনে নিজ নিজ দায়িত্ব এই স্প্রে করে দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানাণ। তিনি বলেন, সকলেই যদি নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হওয়া যায় তাহলে করোনা ভাইরাস থেকে দেশবাসীকে মুক্ত করতে পারা যাবে। এছাড়া আগামী ২৬ মার্চ থেকে রাঙ্গামাটিতে জনগনের অবাদ চলাচল বন্ধ সহ সকল মানুষকে নিজ নিজ বাস ভবনে থাকার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ।
জেলা প্রশাসক বলেন, গণ পরিবহন বন্ধ করার কোন নির্দেশনা না আসলেও রাঙ্গামাটি-ঢাকা সরাসরি বাস চলাচলে আমরা নিষেধাজ্ঞা জারী করতে পারি। তিনি বলেন, রাঙ্গামাটিতে আমাদেও প্রতিনিয়ত মোবাইল টিম অব্যাহত রয়েছে। রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদেরকে আরো বেশী সচেতন করতে প্রতিনিয়ত বাড়ী বাড়ী গিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।
এছাড়া ও রাঙ্গামাটির প্রবেশ মুখে রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে প্রতিটি গাড়ীতে স্প্রে করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে ১০ টি টিম রাঙ্গামাটি প্রতিটি ওয়ার্ডে স্প্রে কার্যক্রম পরিচালনা করছে।