দীঘিনালা প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কৃপাপুর এলাকা থেকে আশাপূর্ন চাকমা(৪১) নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র চাঁদাবাজ আটক করেছে আইন শৃংখলা বাহিনী।
মঙ্গলবার (৩১মার্চ) মধ্য রাতে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪রাউন্ড গুলি, নগদ ১৪হাজার টাকা এছাড়া বেশকিছু ভারতীয় ও চাইনিজ মুদ্রা পাওয়া যায়।
জানাযায়, আটকৃত আশাপূর্ন চাকমা একজন চিহ্নিত সস্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে দীঘিনালা এলাকায় পরিচিত ছিল। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, করোনাভাইরাসের কারনে বর্মতামে সমস্থ দেশ ও পুরো পৃথিবী লকডাউন অবস্থায় এবং কর্মহীন মানুষের খাবারের সংকটে ভূগছে সেখানে আশাপূর্ন চাকমা চাঁদাবাজি করে যেন ক্ষুধার্ত পেটে লাথি মরাছে।
এসময় এলাকার লোকজন পার্বত্য এলাকার আঞ্চলিক দালগুলোর চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেতে নিরাপত্তা বাহিনীর সহযোগিতা কামনা করেন।