বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানের কুহালং ইউনিয়নের বিভিন্ন পাড়ায় পাড়ায় অসহায়দের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানোর কার্যক্রম চলছে।
বুধবার সকালে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বিভিন্ন দুর্গম পাড়ায় পাড়ায় গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু। এসময় বিভিন্ন পাড়াতে অবরুদ্ধ থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের জনসাধারণ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী গ্রহণ করে। এসময় প্রতিপরিবারে প্যাকেট প্রতি ১০ কেজি চাউল, ১ কেজি লবন, ১ কেজি আলু ও ১ কেজি ডাল প্রতি পরিবারকে প্রদান করা হয়। এসময় বিভিন্ন পাড়ায় পাড়ায় অসহায়দের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানোর কার্যক্রমে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা বলেন, আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনার এবং পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পরামর্শে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছি এবং গরীব ও অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করছি। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তথ্যমতে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে গৃহবন্ধীদের খাদ্য সরবরাহের জন্য ৫০ লক্ষ টাকা ও ২শত মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্ধ করা হয়েছে এবং এই বরাদ্ধের অনুকুলে পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের ৭টি উপজেলার ৩৩ টি ইউনিয়নের গরীব ও অসহায়দের ত্রাণ সহায়তা প্রদান করে যাচ্ছে। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, করোনা মোকাবেলায় আমাদের সকলকে কাজ করতে হবে। করোনার এই যুদ্ধে আমাদের সবচাইতে বেশি মানতে হবে স্বাস্থ্যবিধি আর সবসময় পরিস্কার পরিচ্ছন্ন্ থেকে অসহায়দের পাশে থাকতে হবে।