॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির কাপ্তাইয়ের চিৎমরমে যুবলীগ নেতাকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, সারা বিশ্ব যখন বৈশ্বিক মহামারি করোনা নিয়ে আতংকিত মানুষে মানুষে সামাজিক দুরত্ব বজায় রেখে চলছে সেখানে পার্বত্য অঞ্চলের অবৈধ অস্ত্রধারীরা আবার মাথা চারা দিয়ে উঠেছে। তারা পার্বত্য অঞ্চলে নিরহ জনগনের উপর অবৈধ অস্ত্র প্রয়োগ করছে।
তিনি বলেন, দেশ মার্তৃকার কাজে নিয়োজিত সেনাবাহিনী করোনা নিয়ে কাজ করার পাশাপাশি পার্বত্য অঞ্চলের পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে পূর্বে যেমন অভিযান পরিচালনা করে সন্ত্রসাীদের দম করেছে বর্তমানেও তা অব্যাহৃত রাখার আহ্বান জানান। তিনি পাহাড়ের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বরেন, করোনা ভাইরাস প্রতিরোধে পাহাড়ের প্রতিটি মানুষ যেমন এগিয়ে এসেছে তেমনি অবৈধ অস্ত্রদারীদের বিরুদ্ধেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, রাঙ্গামাটির কাপ্তাইয়ের চিৎমরমে হেডম্যান পাড়ায় উসুইপ্রু মারমা ওরফে আচেসে (৩০) নামের এক যুবলীগের নেতাকে ঘর থেকে ডেকে এনে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবলীগ নেতা ৩নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী উসুইপ্রু এর বাড়িতে প্রবেশ করে ঘর থেকে ডেকে এনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করে। এরপর ঘটনা চারদিক জানাজানি হলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়।