সংসদ সদস্য দীপংকর তালুকদারের নিন্দা :: কাপ্তাইয়ের চিৎমরমে এক যুবলীগের নেতাকে গুলি করে হত্যা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির কাপ্তাইয়ের চিৎমরমে হেডম্যান পাড়ায় উসুইপ্রু মারমা ওরফে আচেসে (৩০) নামের এক যুবলীগের নেতাকে ঘর থেকে ডেকে এনে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার (১এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
নিহত যুবলীগ নেতা ৩নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী উসুইপ্রু এর বাড়িতে প্রবেশ করে ঘর থেকে ডেকে এনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করে। এরপর ঘটনা চারদিক জানাজানি হলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জানা যায়, আচেসে এলাকার একজন নিরীহ, অসহায় লোক। এবার প্রধানমন্ত্রীর পক্ষে থেকে একটি ঘর তার নামে বরাদ্দ করা হয়েছে। ঘর বরাদ্দ হলেও আর সেই ঘরে তাকে প্রবেশ করার সৌভাগ্য হল না। তার পূর্বেই একদল সন্ত্রাসীরা ঘুম থেকে ডেকে এনে হত্যা করে চলে যায়।
তবে কারা এই হত্যাকান্ডের সাথে তার প্রকৃত কারণ জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলের চারদিক ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। লাশ চন্দ্রঘোনা থানা পুলিশ উদ্ধার করছে।
কাপ্তাই চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশ্রাফ উদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে তিনি বলেন, রাতে লাশ উদ্ধার করা হয়েছে। তবে তদন্তেরর পূর্বে কিছু বলা যাবেনা।
চিৎমরম ইউপি চেয়ারম্যান চিৎথোয়াই মারমা ঘটনা সত্যতা স্বীকার করেন, তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি তা বলতে পারেনি।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031