বান্দরবানের বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে সদর হাসপাতালের রোগীদের ফলমূল বিতরণ

বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশনে উদ্যোগে সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগীদের মাঝে ফলমূল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে বান্দরবান সদর হাসপাতালে এই ফলমূল বিতরণ করা হয়। এসময় বীর বাহাদুর ফাউন্ডেশনের উপদেষ্টা আনিসুর রহমান সুজন, উপদেষ্টা নাজমুল হাসান ভূঁইয়া, সভাপতি মো.খলিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু, পৌর ছাত্রলীগের সভাপতি সামির সাকির খান তামিম, কলেজ ছাত্রলীগের সভাপতি সুহৃদ বড়–য়া সহ বীর বাহাদুর ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি মো.খলিলুর রহমান সোহাগ বলেন, বান্দরবান পার্বত্য জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ২০১৮ সালে প্রতিষ্টা করা হয় বীর বাহাদুর ফাউন্ডেশন। প্রতিষ্টার পর থেকে বান্দরবান জেলার বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছে বীর বাহাদুর ফাউন্ডেশন।
এসময় তিনি আরো বলেন, সারাবিশে^ যখন করোনা ভাইরাস বৈশি^ক মহামারী আকার নিয়েছে এবং সারাদেশের সাথে যখন বান্দরবান জেলাও লকডাউন হয়ে পড়েছে তখন থেকেই আমরা বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবানের বিভিন্ন দূর্গম এলাকায় সাহায্য সহযোগিতা নিয়ে যাচ্ছি আমরা। আজ বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগীদের মাঝে ফলমূল বিতরণ করেছি এবং সদর হাসপাতালের ডাক্তার ও নার্সদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। বীর বাহাদুর ফাউন্ডেশনের এইধরণের কার্যক্রম আগামীতে ও চলমান থাকবে। এসময় বান্দরবান সদর হাসপাতালের ডাক্তার ও নার্সদের ব্যবহারের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি থাকা রোগীদের মাঝে ফলমূল বিতরণ করা হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031