
॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে নতুন করে বুধবার সকালে ১৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। রাঙ্গামাটি জেলায় ৮৮৭ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এদিকে বাঘাইছড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের নমুনা নেগেটিভ এসেছে।
রাঙ্গামাটি করোনার দায়িত্ব প্রাপ্ত ফোকার পারসন ডাক্তার মোঃ মোস্তফা কামাল জানান রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬১৮ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রয়েছে ২৬৯। বুধবার (২২ এপ্রিল) সকালে পূর্বে কোয়ারেন্টাইন থাকা সর্বমোট ২২২ জন কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৬৬৫ জন। আইসোলেশনে কোন রোগী এখনো পর্যন্ত নেই।
এদিকে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হলে ১২৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৯১ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৩২ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি বলে জানিয়েছেন তিনি।
এদিকে বাঘাইছড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবক ঈমাম হোসেন (১৮) রির্পোট নেগেটিভ এসেছে। ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাঘাইছড়িতে ১২ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয় তধমধ্যে ৫ জনের রির্পোট নেগেটিভ পাওয়া যায়।বাকি রির্পোট এখনো বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছেঁনি।এব্যাপারে বাঘাইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকপ্লনা কর্মকর্কতা ডাঃ ইফতেখার আহম্মদ নিশ্চিত করেছেন।