বাঘাইছড়িতে ভ্রাম্যমান কোর্টে ২২ প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে জরিমানা

মোঃ জুয়েল, বাঘাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহিত পদক্ষেপ না মেনে রাস্তায় বের হয়ে এবং দোকান খোলা রাখায় বিভিন্ন যানবাহন ও প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদর ও চৌমুহনীসহ বিভিন্ন সড়কের মোড়ে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারী আদেশ অমান্য করে রড, সিমেন্ট বিক্রি করায় নুর ট্রেডাস এর মালিক পৌর কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন কে ৩ হাজার টাকা জরিমানা ও প্রসিকিউশন দেয়া হয়। এছাড়া অকারনে রাস্তায় বের হওয়া ১৬ টি মোটর সাইকেল চালকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫টি অটোরিক্সাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২২ টি মামলার প্রসিকিউশন দেয়া হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব বলেন, আমরা রাতদিন মনিটরিং করে সবাইকে সচেতন করার চেষ্টা করছি। যারা সরকারী নিয়ম মানছেন না, তাদের কিছুটা জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি। অভিযান নিয়মিত ভাবেই চলমান থাকবে। বাঘাইছড়ি থানা পুলিশে মোবাইল টিম ও আনসার কমান্ডার আবুল বাশার অভিযানে উপস্থিত ছিলেন। এর আগে ২০এপ্রিল রকারী আদেশ অমান্য করে দোকান খোলা রেখে চা বিক্রি করায় বনফুল নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এছাড়াও ১৯এপ্রিল রাত ৮টার দিকে সরকারী আদেশ অমান্য করে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় চৌমুহনী বাজারের বাঘাইছড়ি স্টোরের মালিক জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের জেল আদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু পরিচালিত মোবাইল কোর্ট।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যানের সাথে প্রেস ক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ দূর্নীতিমুক্ত ও জবাব দিহীতামূলক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গড়ে তোলা হবে—কৃষিবিদ কাজল তালুকদার রাঙ্গামাটি জেলা পরিষদ যদি সঠিক পরিকল্পনার সাথে কাজ করে তা হলে এলাকার মানুষ অনেকাংশে উপকৃত হবে —–এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
252627282930