আই টি প্রতিষ্ঠান এশিয়ান ডেটা প্লেজের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সবাই মিলে সচেতন থাকি শহরটাকে করোনা মুক্ত রাখি এই শ্লোগান নিয়ে চট্টগ্রাম নগরীতে প্র্রাণঘাতী কোভিড ১৯ ভাইরাস প্রতিরোধে ক্যাম্পেইন ও স্যানিটাইজ করা লক্ষে অপসনিন ফার্মার সহযোগিতায় আইটি প্রতিষ্ঠান এশিয়ান ডেটা প্লেজ তিনদিন ধরে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার পাশাপাশি সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনকে জীবাণু মুক্ত লক্ষে স্প্রে করা হয় । সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত আগ্রাবাদ, জি ই সি মোড়, নিউ মার্কেট, ই পি জেড এবং সিটি গেট, এসব পুলিশের চেকপোস্ট গুলোতে দিয়ে চলাচলকারী পরিবহন ও চালকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার করে দেওয়া এবং পরিবহনে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি ট্রাফিক,চালক পথচারীদের মাঝে অপসনিন ফার্মার পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিনা মূল্যে বিতরণ করা হয়। নগরীর জিইসি মোড়ে এশিয়ান ডাটা প্লেজের চেয়ারম্যান নাদিম আহমেদ, সিইও খুররাম নাঈম এর তত্ত্বাবধানে গত ২৩ এপ্রিল এই কর্মসূচীর শুরু করে ২৫ এপ্রিল শেষ হয়। কর্মসূচীর উদ্ভোধন করেছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক উত্তরের এ্যাসিসন্টেট ডেপুটি কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী।এ সময় আরো উপস্থিত ছিলেন অপসনিন ফার্মার অ্যাসি: সেলস ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম। এশিয়ান ডাটা প্লেজ ডিরেক্টর অব টেকনিক্যাল অপারেশন আকরাম আব্বাস, শামিয়া তাবাচ্ছুম, শেখ জাবের আল মিজান, সোহরাব হোসেন। এই কর্মসূচী বাস্তবায়নে এশিয়ান ডাটা প্লেজ এর সাথে সার্বিক সমন্বয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশন। সামাজিক দুরত্ব নিশ্চিত করা ও স¦াস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশিচত করে নিয়ে এই করোনা মহামারী দুর্যোগকে প্রতিহত করতে হবে এবং মানুষের সংক্রমনরোধে সচেতনতায় এশিয়ান ডাটা প্লেজ এই কর্মকান্ড চালিয়ে যাবে বলে আয়োজকগণ এ প্রত্যয় ব্যক্ত করেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031