কঠোর অবস্থানে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তিন পার্বত্য জেলার মধ্যে করোনা মুক্ত রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ এখনো পর্যন্ত সারা দেশের মধ্যে তিন পার্বত্য জেলার একমাত্র রাঙ্গামাটি জেলা করোনা মুক্ত রয়েছে। আর রাঙ্গামাটি জেলাকে করোনামুক্ত রাখতে রাঙ্গামাটি জেলা প্রশাসন ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শহরের পুরো এলাকা চসে বেড়াচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২ মে) বিকাল থেকে রাঙ্গামাটির ৪টি প্রবেশপথ, কাউখালীর গোদারপাহাড়, কাপ্তাই বড়ইছড়ি, ঘাগড়ার রেষ্ট হাউজ চেক পোষ্ট, ও নানিয়ারচরের বেতছড়িতে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নজরদারী রাখা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ছাড়া আর কোন যানবাহন রাঙ্গামাটিতে প্রবেশ করতে পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যানবাহনের ড্রাইভার ও হেলফারদেরকে স্বাস্থ্য পরীক্ষায় পড়তে হচ্ছে। কোন ধরনের খারাপ লক্ষণ দেখলেই তাদেরকে আটকে দেয়া হচ্ছে সেখানেই।
তবে শনিবার (২ মে) রাঙ্গামাটিতে সাপ্তাহিক হাট বার হওয়ায় রাঙ্গামাটিতে কিছু সংখ্যাক লোকজন তাদের প্রয়োজনীয় কাজ সাড়তে বাইরে বের হতে দেখা গেছে। যারাই বের হয়েছে তাদেরকেই পড়তে হয়েছে মোবাইল কোর্টের নজরদারীতে। যারা প্রয়োজন দেখাতে পেরেছে তাদেরকে ছাড় দেয়া হয়েছে। আর যারা প্রয়োজন দেখাতে পারেনি তাদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসা হয়েছে।
শনিবার সকাল থেকে দেখা গেছে কঠোর অবস্থানে জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সেনাবাহিনীর ৪টি মোবাইল টিম রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় এলাকায় দিয়ে টহল ব্যবস্থা জোরদার করেছে। কাউকে ঘর থেকে বের হতে দিচ্ছে না।
এব্যপারে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, শহরে যেন বহিরাগত প্রবেশ না করে সে জন্য আমরা সচেষ্ট রয়েছি, রাঙ্গামাটি শহরের বেতবুনিয়ার প্রবেশ পথে বলে দেয়া আছে যেন নিত্য জরুরী প্রয়োজনীয় যানবাহন ছাড়া আর কিছু প্রবেশ করতে দেয়া না হয়। পদক্ষেপগুলো এছাড়াও সুনামগঞ্জে ধান কাঠার জন্য আমরা যে সকল গাড়ির অনুমতি দিয়েছিলাম তাও আমরা বন্ধ করে দিয়েছি।
জেলা প্রশাসক আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং যারা বিদেশ থেকে এসেছে তাদের ঠিকানা অনুসন্ধ্যান করে তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, সামাজিক দুরত্ব বজায় রাখা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য বিধি মেনে চলা এবং জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বিনা প্রয়োজনে বেড় না হওয়ার বিষয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আসছি। আর আমরা আমাদের অভ্যন্তরিন ব্যবস্থাপনা ভালো হওয়ার কারণে আমরা জনগণকে সমচেতন করতে পেরেছি। এতে করে আমরা রাঙ্গামাটির জনগণকে সচেতন করতে পারায় যার পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটি এখনো করোনা ভাইরাস মুক্ত রয়েছে।
এছাড়া এদিকে শহর ঘুরে দেখা গেছে প্রশাসনের কঠোরতার নজরদারীর চিত্র। সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একাধিক চেক পোষ্ট নএবং চেক পোষ্টগুলোতে আগের থেকে একাধিক পুলিশ সদস্য। এছাড়া জেলা প্রশাসনের একাধিক টিম পুলিশ সেনাবাহিনী যৌথভাবে শহরের প্রতিটি এলাকায় ঘুড়ে বেরাচ্ছে এবং প্রয়োজন ছাড়া বের হওয়া মানুষদের বাড়ি ফিরে যাওয়ার আহবান জানাচ্ছেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031