বান্দরবান প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের সংক্রামকের কারণে শ্রমিক সংকটের কারণে বান্দরবানে অসহায় কৃষকের ধান কেটে দিলো বান্দরবান জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। শনিবার সকালে বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ড এর গোঁদার পাড়া এলাকার অসহায় এক কৃষানী স্বপ্না চাকমার ৮০ শতাংশ জমির ধান কেটে তার বাড়ি পৌঁছে দেয় বান্দরবান আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় জেলা আওয়ামীলীগের প্রায় ৪০জন নেতাকর্মী সকাল থেকে ধান কাটার কাজে অংশ নেয় এবং কাটা শেষে কৃষকের বাড়িতে ধানগুলো পৌঁছে দেয়। এসময় উপস্থিত থেকে কৃষককের ধান কেটে দেয় বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ফিলিপ ত্রিপুরা, জেলা কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়–য়া পাপন, সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল আলম বাবুসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বান্দরবান জেলা ও ৭টি উপজেলার ছাত্রলীগ, কৃষকলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কৃষকের ধান কেটে বাসায় পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রেখেছে।