রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২২ ঘর পুড়ে ছাই,৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২২ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ সকাল সাড়ে ৮ টায় রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গামাটির ফায়ার ষ্টেশনের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার বর্তমানে খোলা আকাশের নীচে বসাবাস করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সাড়ে ৮ টার দিকে রিজার্ভ মুখ রাঙ্গামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলামের ভাড়াটিয়া বাসা চেয়ারম্যান কলোনীর একটি রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। মুহুর্তেও মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সাথে সাথে স্থাণীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পওে খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, সেনাবাহিনীর সদস্য ও পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের ইউনিটের দক্ষতা না থাকলে রিজার্ভ মুখ ঘনবসতী এলাকা পুরো পুড়ে ছাই হয়ে যেতো।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930