করোনার দুঃসময়ে খাদ্য সহায়তা দিয়ে দুর্দশাগ্রস্থ মানুষের পাশে থাকার ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামস্থ ভোলার জনসাধারনের জন্য খাদ্যসামগ্রী উপহার দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রামস্থ ভোলা সমিতির নেতৃবৃন্দের হাতে উপহারসামগ্রী তুলে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগেই শক্তি, আওয়ামী লীগেই মুক্তি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাঙালি পাক শত্রুসেনার কবল থেকে দেশকে মুক্ত করেছে। পরাজিত শক্তির মদদে ৭৫’র কালো অধ্যায়ের সূচনায় ভূলুন্ঠিত হওয়া গনতন্ত্র উদ্ধার করে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ইতিহাসের আরেক নির্মম সময় ওয়ান ই লেভেনে অবরুদ্ধ গনতন্ত্রকে মুক্ত করতে শত হুমকি, ধামকি ও রক্তচক্ষুর শাসানিকে উপেক্ষা করে ২০০৭ সালের ৭ মে যুক্তরাষ্ট্রে নিজ চিকিৎসা গ্রহনের মাঝপথেই দেশে ফিরেছিলেন জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠন করে দেশকে অর্থনৈতিক মুক্তি ও অগ্রগতিতে বিশ্ববাসিকে চমকে দিয়েছে। বিশ্ব মহামারী এ সময়েও শেখ হাসিনার সময়োচিৎ সিদ্ধান্ত বিশ্বসভায় প্রশংসিত। মুজিবাদর্শের কর্মীরা মাঠে রয়েছে প্রয়োজনীয় সতর্কতা তৈরী ও খাদ্য সহায়তা দিতে। মহানুভব অনেক সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যাক্তি মানবতার নেত্রীর ডাকে সাড়া দিয়ে মাঠে আছেন। গনমানুষের কল্যানই যার ধ্যান ও জ্ঞান, সেই মহীয়সী নেত্রী শেখ হাসিনাকে সুদুরপ্রসারী চিন্তা করার সামর্থ্য স্বয়ং সৃষ্টিকর্তা দিয়েছেন এবং শত ষড়যন্ত্র থেকে গনমানুষের দোয়ায় তাঁকে বাঁচিয়ে রেখেছেন। তিনি জানেন মানুষের জীবন ও জীবিকা একে অপরের পরিপূরক। জীবন বাঁচাতে জীবিকার কখন কতটুকু প্রয়োজন তিনি বুঝেই আমাদেরকে নির্দেশনা দিয়ে যা”েছন। কোন ক্ষেত্রে কতটুকু ছাড় দিয়ে জীবন রক্ষায় কত বেশী সফলতা আসবে সেটি বুঝেই নির্দেশনা তৈরী করছে সরকার। আপনার বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগে আস্থা রাখুন, নির্দেশনা মেনে জীবন পরিচালনা করুন। আওয়ামী লীগের নেতৃত্বে মরনপন লড়াই করে যাওয়া ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ, নির্বাহী কর্মকর্তা তথা ঐক্যবদ্ধ বাঙালি দেশকে করোনামুক্ত করবে ইনশ্ আল্লাহ্। এসময় অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ০৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: শামসুল আলম, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম.আশরাফুল আলম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আবু সায়েদ সুমন, আব্দুর রাজ্জাক, চট্টগ্রামস্থ ভোলা জেলা সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, চান্দগাঁও থানা শাখার সভাপতি মো: আকবর আলী, সদস্য মো: মাসুদ প্রমূখ।