সোহেল রানা দীঘিনালা :: পার্বত্যাঞ্চলে সব ধরনে দূযোর্গ মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয়। খাগড়াছড়ির দীঘিনালা উপজোলার বাবুছড়া ইউনিয়নের দূর্গম ধনপাতা ছড়া, বড়–য়া পড়া, সাধন কুমার কার্বারী পাড়া এলাকায় করোনাভাইরাস (কোভিড ১৯) মোকাবেলায় গরীব দুঃস্থ্য উপজাতি পরিবারের মাঝে ত্রান পৌছে দিল দীঘিলানা জোনের সেনাবাহিনী।
শুক্রবার (১৫মে) দুপুরে দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বতে বাবুছড়া ইউনিয়নের দূর্গম ধনপাতা ছড়া, বড়–য়া পড়া, সাধন কুমার কার্বারী পাড়া এলাকায় ৫শতাধিক উপজাতি পরিবারের ঘরে ঘরে ত্রান পৌঁছে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেন বলেন, করোনা ভাইরাস কারনে পাহাড়ে দূর্গম এলাকায় খাদ্য সংকট দেয়া দিয়েছে তাই বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে ত্রান বিতরন করা হয়েছে। প্রতি প্যাকেটে যে পরিমান ত্রান আছে তাতে এক সপ্তাহ নাগাত চলবে।
এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল আদনান কবির পিপিএম(বার) পিএসসি, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা।
ত্রানের মধ্যে ছিল চাউল ১০কিজি, ডাল ২কেজি, আট কেজি, তেল কেজি, লবন কেজি,আলু ২ কেজি, পেয়াজ ১কেজি, সাবান ২টি।
ত্রান পেয়ে সুহিনা চাকমা, সুনাম চাকমা, সুফিয়া চাকমা, সুপ্রি চাকমা ও বিশ্ব প্রাণ চাকমা বলেন, দেশে নাকি করোনাভাইরাস আসছে শুনেছি, তাই ভয়ে বাজারের যেতে পারছিনা, টাকার অভাবে খাবার কিনতে পারছিনা অনেক দিন যাবৎ। সেনাবাহিনী আমাদের বাড়িতে বাড়িতে এসে খাবার দিয়েছেন এতে আমরা অনেক খুশি হয়েছি।