কোভডি-১৯: ভারতে একদনিইে শনাক্ত ৭৯৬৪, মৃত্যু ২৬৫ জনরে

মহামারী আকারে ছড়য়িে পড়া নতুন করোনাভাইরাসে একদনিইে র্সবোচ্চ আক্রান্ত শনাক্তরে পাশাপাশি সবচয়েে বশেি মৃত্যু দখেল ভারত।
শনবিার সকালে ভারতরে স্বাস্থ্য মন্ত্রণালয়রে দয়ো তথ্যে ২৪ ঘণ্টায় দশেটতিে ৭ হাজার ৯৬৪ জন কোভডি-১৯ রোগী শনাক্ত ও ২৬৫ জনরে মৃত্যু হয়ছেে বলে জানানো হয়ছে।ে
কবেল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাতইে নয়, একদনিে র্সবোচ্চ ১১ হাজার ২৬৪ জন সুস্থ হয়ছেে বলওে জানয়িছেে তারা।
শনবিার সকাল র্পযন্ত ভারতে মোট এক লাখ ৭৩ হাজার ৭৬৩ জনরে দহেে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়ছেে বলে জানয়িছেে এনডটিভি।ি
দশেটতিে সরকারি হসিাবইে কোভডি-১৯ এ মৃত্যু ৫ হাজাররে কাছাকাছি পৌঁছে গছে;ে আক্রান্তদরে মধ্যে ৮০ হাজাররে বশেইি ইতমিধ্যে সুস্থ হয়ে বাড়ওি ফরিছেনে বলে র্কমর্কতারা জানয়িছেনে।
সংক্রমণ মোকাবলোয় ভারত র্মাচরে শষে সপ্তাহ থকেইে দশেজুড়ে লকডাউন দয়িছেলি। চর্তুথ ধাপরে লকডাউনে বধিনিষিধে শথিলি হওয়ার পর থকেে দশেটতিে আক্রান্ত ও মৃত্যু প্রতদিনিই হু হু করে বাড়ছ।ে
শুক্রবার সকালওে ভারতরে স্বাস্থ্য মন্ত্রণালয় আগরে ২৪ ঘণ্টায় ৭ হাজাররে বশেি আক্রান্ত শনাক্তরে খবর দয়িছেলি।
মহারাষ্ট্র, তামলি নাডু, তলেঙ্গোনা ও আসামওে শুক্রবার র্সবোচ্চ সংখ্যক কোভডি-১৯ রোগী শনাক্ত হয়ছে।ে
পশ্চমিাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে শনাক্ত কোভডি-১৯ রোগীর সংখ্যা ৬২ হাজার ছাড়য়িে গছে।ে
পশ্চমিাঞ্চলীয় এ রাজ্যটতিে শুক্রবার ভাইরাস আক্রান্ত ১১৬ জনরে মৃত্যু হয়ছেে বলওে এনডটিভিরি প্রতবিদেনে জানানো হয়ছে।ে সব মলিয়িে নতুন করোনাভাইরাস মহারাষ্ট্রইে দুই হাজার ৯৮ জনরে প্রাণ কড়েে নয়িছেে বলে সরকারি হসিাবে দখো যাচ্ছ।ে
তামলি নাডুতে একদনিে শনাক্ত হয়ছেে ৮৭৪ জন; সবমলিয়িে দক্ষণিরে এ রাজ্যটতিে কোভডি-১৯ রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়য়িে গলে।
তলেঙ্গোনায় ২৪ ঘণ্টায় নতুন ১৬৯ জনরে দহেে ভাইরাসরে উপস্থতিি মলিছে;ে আসামে মলিছেে ১৭৭ জনরে দহে।ে

রাঙ্গামাটি জেলা প্রশাসককে বদলিজনিত ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙ্গামাটি প্রেস ক্লাব কর্মময় জীবনে জেলাবাসীর পাশাপাশি সাংবাদিকরাও অনেক সাহায্য করেছেন —–মোহাম্মদ মোশাররফ হোসেন খান জেলা প্রশাসক হিসেবে তিনি বিভিন্ন ধরনের সমস্যা শক্তহাতে সমাধান করেছেন —-এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031