রাঙ্গামাটি : সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু খুলে দিলেও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না কোথাও

॥ নিজস্ব প্রতিবেদক ॥ সরকারী ছুটি শেষে স্বাস্থ্য বিধি মেনে গতকাল থেকে খুলছে সকল অফিস আদালত। সীমিত পরিসরে শুরু হয়েছে গণ পরিবহন। সব কিছু খুলে দেয়ায় মানুষের মাঝে ঝুঁকি যেমন বাড়ছে তেমনি গণ পরিবহন ও অফিস আদালত খুলে দেয়ায় মানুষের মাঝে আতংকের মাঝেও স্বস্থি ফিরেছে।
রাঙ্গামাটি শহরে চলাচল শুরু করেছে রাঙ্গামাটির প্রধান গণ পরিবহন রাঙ্গামাটি সিএনজি অটোরিক্সা। রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সিদ্ধান্ত মতে সীমিত আকারে এবং স্বাস্থ্য বিধি মেনে যাত্রী পরিবহন শুরু করেছে।
গতকাল সকালে রাঙ্গামাটি শহরের ব্যস্ততম এলাকা রিজার্ভ বাজার, বনরূপা, তবলছড়ি ও ভেদভেদী এলাকায় গিয়ে রীতিমতো আতকে উঠার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন পর যেন মানুষ হাপ ছেড়ে বেঁচেছে। নিজেদের মাঝে সামাজিক দুরত্বের কোন তোয়াক্কা ও কেউ করছে না। এক জন আরেক জনের সাথে ধাক্কা ধাক্কি করে করোনার আগের মুহুর্তের মতো চলাফেরা শুরু করেছে।
শহরের মার্কেট গুলোতে ঘুরে দেখা গেছে মার্কেট খুললেও ক্রেতা সমাগম তেমন নেই। যারাই আছে তাদের মাঝে সামাজিক দুরত্ব কি বিষয় সেই নিয়ে কোন মাথা ব্যথা দেখা যায়নি।
রাঙ্গামাটি শহরের চলাচলরত সিএনজি গুলোতে কোন ভাবেই মানা হচ্ছে না কোন স্বাস্থ্য বিধি। প্রতিটি সিএনজিতে পিছনে সিটে ৩ জন যাত্রী পরিবহন করতে দেখা গেছে। এই অবস্থায় আগামী দিন গুলোতে রাঙ্গামাটির পরিস্থিতি কী হবে তা কেউ বলতে পারছে না।
এদিকে আগামীকাল থেকে রাঙ্গামাটি জেলার ৬ টি নৌ রুটে যাত্রী পরিবহন শুরু করছে রাঙ্গামাটি জেলা লঞ্চ মালিক সমিতি। সমিতির সভাপতি মোঃ মঈন উদ্দিন জানান, সমিতির সিদ্ধান্ত মতে আগামীকাল থেকে রাঙ্গামাটির ৬ টি রুটে নৌ চলাচল শুরু হবে। তবে সকল স্বাস্থ্য বিধি মেনেই চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। মাক্স ছাড়া কাউকে লঞ্চে উঠতে দেয়া হবে না। উপরে ৪ জনের সিটে ২ জনকেই বসানো হবে। তবে ভাড়া আগের মতোই নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30