বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান বুধবার বিডিনিউজ এ তথ্য জানান। তিনি বলেন, “গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে। এমনিতে কোনো উপসর্গ ছিল না।” সংক্রমণ ধরা পড়ায় বাড়িতে আইসোলেশনে আছেন তথ্য সচিব কামরুন নাহার। তার স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম ‘এখন পর্যন্ত সুস্থ আছেন’ বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম। তিনি বলেন, “কিছুদিন আগে স্যারের করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট নেগেটিভ এসেছে। ম্যাডামের পজিটিভ রিপোর্ট আসায় আবারও তার পরীক্ষা করানো হবে।” তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।