॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবা নের রাজ বিলার বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর দুগ্রুপে গ্াোগু লি তে জেএসএস সংস্কার এর ৬জন নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত তিনজন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোর রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমি তি (জেএসএস) এর মূল ও সংস্কার এ দুগ্রু পের সঙ্গে গুলাগুলির ঘটনা ঘটে। এঘটনায় গুলিতে জেএসএস এর সংস্কার গ্রুপের ৬ জন নিহত হয়েছে। এসময় গু লিবিদ্ধ হয়েছে আরো ৩জন।
নিহতরা হলেন: (১) রতন তংচঙ্গ্যা, (২) প্রজিত চাকমা (৩) ডেবিড (৪) মিলন চাকমা (৫) জয় ত্রিপুরা (৬) দিপেন ত্রিপুরা । আহতরা হলেন :(১) বিদ্যুৎ ত্রিপুরা (২) নিরু চাকমা অন্য একজনের নাম জানা যায়নি। বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানান, ঘটনায় ৬ জন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আরো ৩জন। তিনি আরো জানান, ঘটনার তদন্তে পুলিশের টিম কাজ করে শুরু করেছে পরে বিস্তারিত জানা যাবে।