॥ খাগড়াছড়ি সংবাদদাতা ॥ খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় জেএসএস সমর্থিত সাবেক পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতা উষা মারমা (২৬) কে লক্ষ্য করে গুলি চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এসময় তার ডান পায়ে গুলি লাগলে তিনি মারাত্মক আহত হন।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে শিলাছড়ি এলাকা তংতুল্লা পাড়ায় এ ঘটনা ঘটে। উষা মারমা তংতুল্লা পাড়ার কংচাইরি মারমার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীছড়ির শিলাছড়ি এলাকার তংতুল্লা পাড়ায় একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে পালানোর সময় উষা মারমা পায়ে গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ উষা মারমা (২৬)কে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত লক্ষ্মীছড়ি হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার উন্নত চিকিৎসার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, তাঁর ডান পায়ে ২টি গুলিবিদ্ধ হয়েছে। এখানে আধুনিক সরঞ্জামাদি না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে হাসপাতালে আসার আগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে ডাক্তারের ধারণা।
লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবীর জানান, ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁর ধারণা।
উষা মারমা এর আগে জেএসস (সন্তু গ্রুপ) এর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ছিলেন। এখন কোনো পার্টির সাথে সে জড়িত নয় বলে তার নিকটত্মীয়রা জানান।