রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী উদ্বোধন সরকার জেলেদের সাহায্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে–বৃষ কেতু চাকমা

॥ নিজস্ব প্রতিবেদক ॥”মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪জুলাই) সকালে রাঙ্গামাটি মৎস্য অধিদপ্তর ও বিএফডিসির উদ্যোগে রাঙ্গামাটি শহরের ফিসারী ঘাট এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন ইসলাম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙ্গামাটির ব্যবস্থাপক লেঃ কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত, ফিস কালচারিস্ট মোঃ ইসরাইল হক, বিএফআরআই এর উপকেন্দ্র প্রধান মোঃ আজহার আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, কাপ্তাই হ্রদে মে-জুলাই তিন মাস প্রজনন সময়ে মৎস্য শিকার বন্ধ থাকার সময় জেলেদের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সরকার জেলেদের সাহায্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা মহামারী পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সরকার কৃষিসহ মৎস্যক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। এক্ষেত্রে জেলেরা অগ্রণী ভূমিকা রাখতে পারে।
তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম মিঠাপানির এই বিশাল হ্রদকে কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য এই তিন মাস মাছমারা বন্ধ থাকাকালীন মাছ শিকার না করার পরামর্শ দেন জেলেদের।
পরে মাছের জন্য ক্ষতিকর জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930