রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় বরাদ্দে ১০মেট্রিক টন চাউলের সমপরিমাণে অর্থের ব্যয়ে দু:স্থ নারী উন্নয়নের লক্ষে ৪৩জন নারীকে ১টি হাঁস ও ১টি মুরগি রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে বিতরণ করা হয়। শনিবার (১ আগস্ট ২০২০) হাঁস ও মুরগি বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রু মারমা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ও সংরক্ষিত মহিলা সদস্যা আপ্রুমে মারমা সহ আরো অনেকে।
